আমার তো গিরিধারী গোপাল,
দোসর তো কেউ নেই।।
যার মাথায় আমার মুকুট
আমার পতি তো সেই
আমার তো গিরিধারী গোপাল,
দোসর তো কেউ নেই।।
কেউ বলে কালো,কেউ বলে সাদা।।
কি রূপ বুঝে না পাই
কেউ বলে পিতল,কেউ বলে সোনা।।
মন বলে খুঁজি দেখো তাই
আমার তো গিরিধারী গোপাল,
দোসর তো কেউ নেই।।
কেউ বলে দরদী,কেউ বলে নিঠুর।।
কি রূপ বুঝে না পাই
যা বলে বলুক,বলুক না লোকে।।
বসে আছি তার লাগি তাই
আমার তো গিরিধারী গোপাল,
দোসর তো কেউ নেই।।
যার মাথায় আমার মুকুট
আমার পতি তো সেই
আমার তো গিরিধারী গোপাল,
দোসর তো কেউ নেই।।
মীরা বাঈ ভজন
শিল্পী-ব্রজরাণী