আমার ঘর খানায় কে বিরাজ করে | Amar Ghor Khany Ke Biraj Kore | Key Lyrics

আমার ঘর খানায় কে বিরাজ করে

Amar Ghor Khany Ke Biraj Kore 

ফকির লালন সাঁই

আমার ঘর খানায় কে বিরাজ করে।

জনম ভরে এক দিন না আমি দেখলাম তারে।।

নড়ে চড়ে ঈষান কোণে

দেখতে পাইনে দুই নয়নে

হাতের কাছে যার, ভবের হাট বাজার

ধরতে গেলে হাতে পাইনে তারে।।

সবে বলে প্রাণ পাখি

শুনে চুপে চেপে থাকি

জল কি হুতাশুন, মাটি কি পবন

কেউ বলে না একটা নির্ণয় করে।।

আপন ঘরের খবর হয় না

বাঞ্ছা করি পর কে চেনা

লালন বলে পর, পর কি পরমেশ্বর

সে কেমন রূপ আমি কি রূপ রে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *