আমার কানু কোথা গেল
Amar Kanu Kotha Gelo
✍️ কথা ও সুর : শ্রী প্রভাতরঞ্জন সরকার
🎤 কণ্ঠ : রতন কুমার সরকার
🎼 যন্ত্রশিল্পী :
★ তবলা : নির্মলেন্দু সঞ্জয়
★ কিবোর্ড : শেফাল সিং
★ বাঁশি : বিপিন রায়
★ বেহালা : শহীদুল ইসলাম
★ রাবাব : আব্দুর রউফ
★ গিটার : মানিক
আমার কানু কোথা গেল
আমার কানু কোথা গেল, কোথায় লুকাল,
[খুঁজিয়া হয়েছি সারা।]-২
সাঁঝে ও বিহানে, নিশীথে ও দিনে
ঝরিছে নয়নধারা।।
[খুঁজিয়া হয়েছি সারা।]-২
খুঁজে’ খুঁজে’ বেড়াই তারে,
তারই তরে আঁখি ঝরে।
খুঁজে’ খুঁজে’ বেড়াই তারে।
বৃন্দাবনে নাই সে কাণু,
গোকুলে মথুরাতেও নাই,
কোন গোলোকে বাজায় বেণু,
কোথায় বা সে চরায় ধেণু,
পরাণ মথিয়া হিয়া গলাইয়া
[এ প্রীতি কেমন ধারা।।]-২
কেমন ধারা এ তার প্রীতি,
মন কেড়ে’ নিয়ে মন দিল না, এই কি হ’ল লীলার রীতি তারই পথে চলি তাহার লাগিয়া
[তাহাতে হয়েছি হারা।]-২
তবু আমি চলেই যাব, কোনো বাধাতেই নাহি থামিব,
তবু আমি চলেই যাব
পথেরই উপল মানি’ উৎপল খুঁজিব সে ধ্রুবতারা।।
খুঁজিয়া হয়েছি সারা।
ধরা আমায় দিতেই হবে
কুজ্ঝটিকা সরিয়ে দিয়ে, ধরা সে মোরে দেবেই দেবে। কুহেলী তিমির কভু নয় স্থির সে মোরে দেবেই ধরা
[সে মোরে দেবেই ধরা]-৪