আমার এ পথ চলার ঠিকানা তুমি যে | Amar e poth cholar thikana tumi je | Lyrics

আমার এ পথ চলার ঠিকানা তুমি যে
Amar e poth cholar thikana tumi je
এ্যায় মেরে হমসফর ঐ মেরী জান-ই-জা
Ae mere humsafar ae meree janeja
ऐ मेरे हमसफ़र ऐ मेरी जान-इ-जा
বাংলা ভার্সন
ছবি: বাজীগর (হিন্দী)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: অনু মালিক
শিল্পী: বিনোদ রাঠোড় ও
অলকা ইয়াগনিক
আমার এ পথ চলার
ঠিকানা তুমি যে।।
হারানো দিশা আমার
নিশানা তুমি যে।
ও ও আমার এ পথ চলার
ঠিকানা তুমি যে।।
একাকার হলে মনে
অজানা তুমি যে।
ও ও আমার এ পথ চলা
ঠিকানা তুমি যে।।
উড়ু উড়ু আঁচল,
কালো কালো কাজল,
বাদল না করে আমায়,
সুন্দর তুমি চঞ্চল,
জোয়ারের এ ছল ছল,
আমার দুকূল না ভাসায় ও ও।।
সত্যি যে পাগল হলে এ এ
বাঁধবে আমায় তুমি।
আমিও বাঁধন হারা
সীমানা তুমি যে।
হারানো দিশা আমার
নিশানা তুমি যে।
আমার এ পথ চলার
ঠিকানা তুমি যে।।
চোখে চোখে ভাসা,
একি ভালোবাসা,
আশা যে জাগায় মনে,
নিশ্বাসেতে তুমি,
বিশ্বাসেতে তুমি,
তুমি যে সারা জীবনে ও ও।।
অজানায় জনম ধরে
তোমায় যে পাবো আমি।
যা কিছু কল্পনা আর,
কামনা তুমি যে।
একাকার হলে মনে
অজানা তুমি যে।
আমার এ পথ চলার
ঠিকানা তুমি যে।।
হারানো দিশা আমার
নিশানা তুমি যে।
আমার এ পথ চলার
ঠিকানা তুমি যে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *