আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি
রবো দিশাহারা, রবো দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল
এ জীবনও সারা, এ জীবনও সারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি
রবো দিশাহারা, রবো দিশাহারা
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি
আমি তুমি হারা, আমি তুমি হারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি
রবো দিশাহারা, রবো দিশাহারা
আমি পথ খুঁজি নাকো, পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে
আমি পথ খুঁজি নাকো, পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে
আমার চতুর পাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত
গতিহীনও ধারা, গতিহীনও ধারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি
রবো দিশাহারা, রবো দিশাহারা
Amay proshno kore nil dhrubo tara
Aar koto kal ami robo dishahara, robo dishahara
Jobab kichui tar dite parinai sudhu
potho khuje kete gelo
A jibono shara, A jibono shara
Aar koto kal ami robo dishahara, robo dishahara
Jobab kichui tar dite parinai sudhu
potho khuje kete gelo
A jibono shara, A jibono shara