আমায় দাও চরণ-তরী | Amay Dau Charan Tori | Keylyrics

আমায় দাও চরণ-তরী
Amay Dau Charan Tori
দরবেশ পাঞ্জু শাহ
আমায় দাও চরণ-তরী।
তােমার নামের জোরে পাষাণ গলে, অপারের কান্ডারী।
পড়েছি এই ঘাের সাগরে, কুপাকে ডুবে মরি।।
ভক্ত-অধীন নামটি শুনেছি,
ভক্তের পিছে ফিরতেছ হরি,
ভক্তিহীন হ’য়েছি আমি স্মরণ নিলাম তােমারি।।
নির্ধনের ধন, আন্ধলার নড়ি,
নির্বলীর বল হও, গুণমণি,
পাপী তাপী সব তােমারি, আমায় ফেলো না হরি।।
অহল্যা এক পাষাণী ছিল,
তােমার চরণ ধূলায় সেও মানব হ’লাে;
পাঞ্জে কাঁদে ঘাের তুফানে, পারের উপায় কি করি।।
আমায় দাও চরণ-তরী | Amay Dau Charan Tori | Keylyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *