(আমায়)ভক্তি দে’মা ভবার মত
শক্তি দে’মা জবার মত;
চরন ছুঁয়ে থাকতে পারি,
আমি যেন অবিরত।।
ভক্তি দে’মা ভবার মত।
ভবাই কি তোর সন্তান শুধু
আমরা কি তোর পর;
ভবার ঘরেই গেলি মা তুই,
আমার ঘরে ঝড়।।
অনেক তো কাঁদালি রে মা
আর কাঁদাবি কত।
আমায় ভক্তি দে’মা ভবার মত
শক্তি দে’মা জবার মত
চরন ছুঁয়ে থাকতে পারি
আমি যেন অবিরত।
ভক্তি দে’মা ভবার মত।
নরেন,গদাই,বামা,রামা
ঠাঁই পেল তোর চরনতলে;
আমায় কেন ওমা শ্যামা,
রাখলিরে তুই নয়ন জলে।।
আমার বুকে ব্যথা দিয়ে,
কি লাভ মা তোর বল;
ওরা সবাই চরন পেল,
আমার চোখে জল।।
ধর্ম শাস্ত্র জ্ঞান জানিনা
জানিনা তোর ব্রত।
(আমায়)ভক্তি দে’মা ভবার মত
শক্তি দে’মা জবার মত;
চরন ছুঁয়ে থাকতে পারি,
আমি যেন অবিরত।
ভক্তি দে’মা ভবার মত।।।
শিল্পী-পরীক্ষিত বালা