আমাদের অনেকেরই আছে কমনসেন্সের অভাব

আমাদের চাল নেই,আছে চুলো,
ডাল নেই,আছে কুলো,
দল আছে,বল নেই,পাল আছে,হাল নেই,
ঢাল নেই আমাদের নেই তলোয়ার,
আমরা যেন নিধিরাম সর্দার।
আমাদের কথায় আছে বড় বড় বুলি,
মুখোশ বানাতে আছে নানা রংতুলি।
Motion আছে Fashion আছে,
কারো কারো Ration আছে
আরে Motion আছে Fashion আছে,
কারো কারো Ration আছে।
ডাট আছে,থাট আছে,
হাট আছে,ঘাট আছে,
খেলার কিছু মাঠ আছে।
আছে আছে কত শত প্রশ্ন,
নেই তার কোনো জবাব
কারন আমাদের অনেকেরই আছে
কমনসেন্সের অভাব।।।

আমরা ভোগী তাই রোগী,
নিঃস্ব রিক্ত তাই যোগী।।
ধর্ম আছে কর্ম নেই
ভক্তি আছে শক্তি নেই
রত্ন আছে যত্ন নেই,
শয্যা আছে মজ্জা নেই,
তারপরে লজ্জা নেই।
ভালোবাসা নেই শুধু আছে ভালো বাঁশ,
এ বাঁশের চাষ আমরা করি বারো মাস।।
ঘট আছে,পট আছে,পাটের চট আছে
শিক্ষায় সেশন জট আছে,
রাস্তাতে যানজট আছে,
আবার ধর্মঘট আছে।
আছে আছে কত শত প্রশ্ন
নেই তার কোনো জবাব;
কারন আমাদের অনেকেরই আছে
কমনসেন্সের অভাব।।।

আমরা চর্চা করি না,করি পরচর্চা।।
Income নেই তবু আছে অনেক খরচা।
সতী আছে,পতি আছে,
মতি আছে,গতি আছে,
তারপরে দুর্গতি আছে।
হাতের স্বভাব আছে,
ভাতের অভাব আছে,
চোরের মায়ের জবাব আছে,
গড ফাদার আর নবাব আছে,
আইন আছে,ফাইন আছে,
মামা,চাচা লাইন আছে
ইটিং আছে,মিটিং আছে,
সিটিং আছে,ফিটিং আছে,
তারপরেও চিটিং আছে,
আছে আছে কত শত প্রশ্ন
নেই তার কোনো জবাব;
কারন আমাদের অনেকেরই আছে
কমনসেন্সের অভাব।।।

বড় বড় টাওয়ার আছে,
নেতাদের পাওয়ার আছে,
লুটেপুটে খাওয়ার আছে,
লেজ গুটিয়ে যাওয়ার আছে,
টুয়েন্টি ফোর আওয়ার আছে,
এসব কথা তালে তালে
সুরে সুরে গাওয়ার আছে,
রাইট আছে,মাইট আছে,
গাইড আছে !
বিপরীতে ফাইট আছে !
রকম রকম ফাপর আছে,
বাচ্চাদের পাপর আছে,
ভ্যারাইটিজ কাপড় আছে
ঘরে মীরজাফর আছে।
আইন আছে,ফাইন আছে,
মামা,চাচা লাইন আছে,
বাজার আছে,মাজার আছে,
খাঁজা আছে,গাঁজা আছে,
নির্দোষীর সাঁজাও আছে।
আছে আছে কত শত প্রশ্ন,
নেই তার কোনো জবাব;
কারন আমাদের অনেকেরই আছে
কমনসেন্সের অভাব।।।।

(গীতিকার,সুরকার-অর্জুন বিশ্বাস
শিল্পী-অর্জুন বিশ্বাস)
লিরিক্স টাইপিং-Udoy Kumar Utso

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *