আমরা দেখেছি বারুদ গন্ধ
Amra Dekhechi Barud Gondho
কথা: মনজুরুর রহমান
সুর: আলাউদ্দিন আলী
কণ্ঠ: রফিকুল আলম,এন্ড্রু কিশোর
ও শুভ্র দেব
[আমরা দেখেছি বারুদ গন্ধ
রক্তের হোলি খেলা,
আমরা দেখেছি স্নিগ্ধ সকাল
গোধূলি সন্ধ্যাবেলা]-২
[বাংলাদেশ আমার বাংলাদেশ]-৪
[শান্ত সমুদ্রে রুদ্র জোয়ার জাগে
সবুজের বুকে রক্তিম অনুরাগে]-২
কোটি কোটি প্রাণ ঝেড়ে ফেলে দেই
অপমান অবহেলা
আমরা দেখেছি স্নিগ্ধ সকাল
গোধূলি সন্ধ্যাবেলা
[বাংলাদেশ আমার বাংলাদেশ]-৪
আমাদের নব-উত্থান,গান,যুদ্ধ,ভাষা
পেছনে মৃত্যু ফেলে সত্য সুন্দর অলকে
আমরা পেয়েছি পথের ঠিকানা
কেবলই সামনে চলা
আমরা দেখেছি স্নিগ্ধ সকাল
গোধূলি সন্ধ্যাবেলা
আমরা দেখেছি বারুদ গন্ধ
রক্তের হোলি খেলা,
আমরা দেখেছি স্নিগ্ধ সকাল
গোধূলি সন্ধ্যাবেলা
[বাংলাদেশ আমার বাংলাদেশ]-৪
[রূঢ় জীবনের চোরাবালি যত
পেছনে ফেলেছি সবি আজ গত]-২
আমরা পেতেছি নিবিড় আসন
লক্ষ প্রাণের মেলা
আমরা দেখেছি স্নিগ্ধ সকাল
গোধূলি সন্ধ্যাবেলা
[বাংলাদেশ আমার বাংলাদেশ]-৪
[আমরা দেখেছি বারুদ গন্ধ
রক্তের হোলি খেলা,
আমরা দেখেছি স্নিগ্ধ সকাল
গোধূলি সন্ধ্যাবেলা]-২
[বাংলাদেশ আমার বাংলাদেশ]-৪