আটটা বাজে দেরি করিস না Lyrics | ও তিরিশ টাকা কেজি মাছ Lyrics | Atta Baje Deri Koris Na Lyrics | বাসুদেব দাস বাউল

আটটা বাজে দেরি করিস না Lyrics
ও তিরিশ টাকা কেজি মাছ Lyrics
Atta Baje Deri Koris Na Lyrics
বাসুদেব দাস বাউল
আটটা বাজে দেরি করিস না
ও তিরিশ টাকা কেজি মাছ
Atta Baje Deri Koris Na
শিল্পিঃ বাসুদেব দাস বাউল

আটটা বাজে দেরি করিস না Lyrics

ও তিরিশ টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে লো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না।।
রুপালি মাছের মত সরু পাহাড়ে
কালো দিঘীর কালো জলে রুপের বাহারে
তোর ভোরের সুরুয কপালে তোর সিঁদূর হয়ে যাবে লো
কারো দিকে নজর লাগাস না।।
ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক
সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবাগব
তোর কচি পোনা বেচেবেচে হাটে বেচা হবে গো
কারো দিকে নজর লাগাস না।।
আটটা বাজে দেরি করিস না | ও তিরিশ টাকা কেজি মাছ | Atta Baje Deri Koris Na | বাসুদেব দাস বাউল

Atta Baje Deri Koris Na Lyrics

ও তিরিশ টাকা কেজি মাছ
বাবু ভেজে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না

রুপালী মাছের মতো গরু পাহাড়ে
কালো দিঘির কালো জলে রূপের বাহারে
রূপের বাহারে, রূপের বাহারে
রুপালী মাছের মতো গরু পাহাড়ে
কালো দিঘির কালো জলে রূপের বাহারে
রূপের বাহারে রূপের বাহারে
ও তোর ভোরের সুরুজ
ও তোর ভোরের সুরুজ
কপালে তোর সিদুর হয়ে যাবে গো
কারো দিকে নজর লাগাসনা
ও তিরিশ টাকা কেজি মাছ
বাবু ভেজে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না

ইলিশ মাছের কাঁটা ভালো
চিংড়ি মাছের টক
সাত টাকাতে কিনবে লোকে
গিলবে গবা গব
গিলবে গবা গব
গিলবে গবা গব
ইলিশ মাছের কাঁটা ভালো
চিংড়ি মাছের টক
সাত টাকাতে কিনবে লোকে
গিলবে গবা গব
গিলবে গবা গব
গিলবে গবা গব
ও তোর কচি পোনা
ও তোর কচি পোনা
বেছে বেছে হাটে বেচা হবে গো
চুনো পুঁঠি আর বেচিস না
চুনো পুঁঠি আর বেচিস না
ও তিরিশ টাকা কেজি মাছ
বাবু ভেজে খাবে গো
জল দিয়ে বেশি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না
আটটা বাজে দেরি করিস না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *