আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ
Aaj Milon Tithir Purnima Chand
ছবি: প্রতিশোধ
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অজয় দাস
শিল্পী: কিশোর কুমার
Aaj Milon Tithir Purnima Chand
ছবি: প্রতিশোধ
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অজয় দাস
শিল্পী: কিশোর কুমার
আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ,
মোছায় অন্ধকার।।
ওরে গান গেয়ে যা
যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ
পেলাম যে আবার
মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার।
সলাজে নত অাঁখি,
দু’টি চোখ ভরে দেখি।।
যে আঁখির তাঁরায় তাঁরায়,
লেখা ছিলো নামটি আমার।।
স্বপ্নের গাথা মালা,
পড়িয়ে দিলাম কন্ঠে যে তার।।
ওরে গান গেয়ে যা
যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ
পেলাম যে আবার
মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার।
হৃদয়ের এত আপন,
যে ছিল সুদূর গোপন।।
সে এসে আজ সহসা,
প্রানের কূলে অানল জোয়ার।।
কি ভাষায় বলবো তারে,
তুমি আমার আমি তোমার।।
ওরে গান গেয়ে যা
যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ
পেলাম যে আবার
মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার।
আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ,
মোছায় অন্ধকার।