আজ ফিরে না গেলেই কি নয় – Aj Fire Na Gelei Ki Hoy

আজ ফিরে না গেলেই কি নয়

Aj Fire Na Gelei Ki Hoy

অ্যালবাম: নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি

কথা: মোহাম্মদ রফিকউজ্জামান

সুর: আলাউদ্দিন আলী

কণ্ঠ: তপন চৌধুরী ও মিতালী মুখার্জী

[আজ ফিরে না গেলেই কি নয়!

সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না

নির্জনে বসি আরো

কিছুটা সময় কিছুটা সময়]-২

ঘাসের আঙিনায় আধো শোয়া

তোমার আমার মুখ জোছনা ধোঁয়া

এ যেন নতুন চোখে তোমাকে চাওয়া

এ যেন নতুন করে তোমাকে পাওয়া

এ যেন নতুন পরিচয়

আজ ফিরে না গেলেই কি নয়!

এমন রূপালি রাত নাই হোক ভোর

শিশির ছুঁয়ে যাক উষ্ণ অধর

এ যেন জেগে জেগে স্বপ্ন দেখা

এ যেন নীরব কোনো কাব্য লেখা

এ যেন সুখের অনুনয়

[আজ ফিরে না গেলেই কি নয়!

সন্ধ্যা নামুক না জোনাকি জ্বলুক না

নির্জনে বসি আরো

কিছুটা সময় কিছুটা সময়]-২ 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *