আজ নিশিতে রাধে আমার আসিতে পারে
Aj nishithe Radhe amar asite pare
Singer: Kamruzzaman Rabbi
Lyrics: Sheikh Saifullah Rumi
Tune: Kamruzzaman Rabbi
Music: Kamruzzaman Rabbi, Ontu Das, Makhon Mia, Shohid, Nayon Khan, Aynal
Aj nishithe Radhe amar asite pare
Singer: Kamruzzaman Rabbi
Lyrics: Sheikh Saifullah Rumi
Tune: Kamruzzaman Rabbi
Music: Kamruzzaman Rabbi, Ontu Das, Makhon Mia, Shohid, Nayon Khan, Aynal
আমার সুখের কথা কইবো বল কারে
আজ নিশিতে রাধে আমার আসিতে পারে।।
বলেছে সে আসবে আজি বসে আছি তারিই আশে
শ্যামের বাঁশির সুর উঠে না রাধে যদি না রয় পাশে।
রাধে বিনে কৃষ্ণ কী আর বাঁচিতে পারে।।
আজ নিশিতে রাধে আমার আসিতে পারে।।
রাধে আমার ফুল বসন্ত, রাধে গলার মালা
তারে ছাড়া ঘুম আসে না বাড়ে আমার মনের জ্বালা
মনের মানুষ হয়গো যে জন, যায় কি ভোলা তারে।।
আজ নিশিতে রাধে আমার আসিতে পারে।।
সাইফুল রুমি প্রেমের কাঙ্গাল আছে বড় দুঃখে
মনের মানুষ হারাইয়া কাঁদে এখন ধুকে ধুকে
প্রেমের তালায় বন্দী থাকে মনে ধরে যারে।।
আজ নিশিতে রাধে আমার আসিতে পারে।।
আমার সুখের কথা কইবো বল কারে
আজ নিশিতে রাধে আমার আসিতে পারে।।