আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও Lyrics | Aji Shangkhe Shangkhe Mongol Gau Lyrics | KeyLyrics

আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও Lyrics
Aji Shangkhe Shangkhe Mongol Gau Lyrics
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে
Aji Shangkhe Shangkhe Mongol Gau, Janani Eseche Dware
মিশ্র আসোয়ারী-একতাল
হীরেন্দ্র কুমার
আগমনী গান
দুর্গা পূজার গান

আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও Lyrics

আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও
জননী এসেছে দ্বারে(২)
সপ্তসিন্ধু কল্লোল রোল
বেজেছে সপ্ত তারে
ওগো জননী এসেছে দ্বারে
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও
সুর সপ্তক তুলেছে তান
সপ্ত ঋষির গানে
সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে
সপ্ত গ্রহের টানে
অন্তরে আজ সপ্ত দলের
নব জাগরণ সুরে
ওগো জননী এসেছে দ্বারে
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও
জননী এসেছে দ্বারে
সাত রাঙা রবি রামধনু হাতে
পরণের বান হানে
সপ্ত কোটি সুসন্তান
বিজয় মাল্য আনে
আজ সপ্ত তীর্থ একসাথ হয়ে
হৃদি মন্দির দ্বারে
তুলে নাও বুকে তারে
ওগো জননী এসেছে দ্বারে
(আজি)শঙ্খে শঙ্খে মঙ্গল গাও
জননী এসেছে দ্বারে(২)
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে Aji Shangkhe Shangkhe Mongol Gau, Janani Eseche Dware KeyLyrics

 

Aji Shangkhe Shangkhe Mongol Gau Lyrics

 

.

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *