আঙ্গুল কেটে কলম বানিয়ে
ছবি-ফার্স্ট লাভ লেটার(হিন্দি)
শিল্পী-জ্বলি মূখার্জী
আঙ্গুল কেটে কলম বানিয়ে,
বুকের রক্তে যে লিখি,
এই চিঠি লাভ লেটার,
লাভ লেটার লাভ লেটার।।
হঠাৎ দেখা যেদিন হল
প্রেম যে সেদিন হঠাৎ এল।
ছিলনা জানা প্রেম এভাবে।
না বলে এসে মন ভরাবে।
সে স্মৃতিতে আমি কেঁদে যাই
অশ্রু এল চোখে রক্ত ঝরাই।
আঙ্গুল কেটে কলম বানিয়ে
বুকের রক্তে যে লিখি
এই চিঠি লাভ লেটার
লাভ লেটার লাভ লেটার।
তোলে কত ঢেউ সময় সাগর
আনে না তো কেউ তোমারি খবর।
একটি চাওয়া জীবনে আমার
দেখব তোমায় শুধু একটি বার।
পাগল হয়ে যাব কিনা
বাঁচব কিনা আমি তাও জানিনা।
আঙ্গুল কেটে কলম বানিয়ে
বুকের রক্তে যে লিখি
এই চিঠি লাভ লেটার
লাভ লেটার লাভ লেটার।