আগুনে যার ঘর পুড়েছে – লিরিক্স | Agune Jar Ghor Purechhe – Lyrics

আগুনে যার ঘর পুড়েছে
Agune Jar Ghor Purechhe
শিল্পী: ফরিদা পারভীন
আগুনে যার ঘর পুড়েছে
সিঁদুর রাঙা মেঘ দেখে তার ভয় !
ও যারে দেখতে নারী
তার চিরদিন চলন বাঁকা হয়
এ কথা সবাই জানে
তার চিরদিন চলন বাঁকা হয়।।
যে মেয়ে নাচতে জানে,
তার কি আছে বাঁকা উঠোন,
যে ভালবাসতে জানে,
ভয় কিবা তার মরণ বাঁচন।।
মিছে আর ভাবনা কেন
সকলের সব কথা কি
মনের কথা হয়;
ও যারে দেখতে নারী
তার চিরদিন চলন বাঁকা হয়
এ কথা সবাই জানে
তার চিরদিন চলন বাঁকা হয়।
প্রদীপের কি দোষ বলো,
মরণের উঠলে পাখা,
চিরদিন মনের গলদ,
আড়াল দিয়ে যায়না ঢাকা।।
ও পথে আর যাব না
মরণের নাই জানি গো
সময় অসময়।
ও যারে দেখতে নারী
তার চিরদিন চলন বাঁকা হয়
এ কথা সবাই জানে
তার চিরদিন চলন বাঁকা হয়।
আগুনে যার ঘর পুড়েছে
সিঁদুর রাঙা মেঘ দেখে তার ভয় !
ও যারে দেখতে নারী
তার চিরদিন চলন বাঁকা হয়
এ কথা সবাই জানে
তার চিরদিন চলন বাঁকা হয়
এ কথা সবাই জানে
তার চিরদিন চলন বাঁকা হয়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *