আঁধার যামী একা আমি
Andhar Jami Eka Ami
কথা ও সুর: মনমোহন সিং
শিল্পী: অনুপ জালোটা
Andhar Jami Eka Ami
কথা ও সুর: মনমোহন সিং
শিল্পী: অনুপ জালোটা
আঁধার যামী একা আমি,
খুঁজি গো তোমায়,
হাত ধরে পার করে,
নিও গো আমায়।।
দয়াল হাত ধরে পার করে
নিও গো আমায়।
রাধারমণ মদনমোহন,
ওগো গিরিধারী,
অহরহ বংশীধ্বনি,
শুনি গো তোমারি।।
অভাজনে তুমি বিনে।।
ত্বরাবে কে হায়
হাত ধরে পার করে
নিও গো আমায়।
আঁধার যামী একা আমি
খুঁজি গো তোমায়;
হাত ধরে পার করে
নিও গো আমায়।
দয়াল হাত ধরে পার করে
নিও গো আমায়।
পিতা-মাতা ভগ্নি-ভ্রাতা,
দুটি দিনের দেখা,
শেষের দিনে স্বজন বিনে,
যেতে হবে একা।।
ও চরণে ভক্তজনে।।
ঠাঁই যেন পায়।
হাত ধরে পার করে
নিও গো আমায়।
আঁধার যামী একা আমি
খুঁজি গো তোমায়;
হাত ধরে পার করে
নিও গো আমায়।
দয়াল হাত ধরে পার করে
নিও গো আমায়।