আঁধারে কখন এসে | Andhare Kakhon Ese | অমিত কুমার

আঁধারে কখন এসে
Andhare Kakhon Ese
ছায়াছবি: আপন আমার আপন
কথা: মুকুল দত্ত
সুর: আর. ডি. বর্মন
শিল্পী: অমিত কুমার
আঁধারে কখন এসে
জ্বালবে প্রদীপ তুমি
পথের খোঁজে পথের মাঝেই
[হারিয়ে গেছে আমি]-২
[আঁধারে কখন এসে
জ্বালবে প্রদীপ তুমি]-২
পথের খোঁজে পথের মাঝেই
হারিয়ে গেছি আমি
হো হারিয়ে গেছি আমি
আঁধারে কখন এসে।
[চোখের গঙ্গা জলে ধোয়া
আমার এ মন]-২
অভিশাপের শিকল দিয়ে
বাঁধা এ জীবন
তোমার আসার আশায় আমার
কাটে দিনযামী ও কাটে দিনযামী
আঁধারে কখন এসে।
[শুকনো ঝরা ফুলের মতো
ধূলায় মিশে গেছি (হো)]-২
পূজার থালায় তুলে নেবে
তাইতো বসে আছি
তোমার ছোঁয়া পরশমণি
সোনার চেয়ে দামী
হো সোনার চেয়ে দামী
আঁধারে কখন এসে
জ্বালবে প্রদীপ তুমি
পথের খোঁজে পথের মাঝেই
[হারিয়ে গেছে আমি(হো)]-২
আঁধারে কখন এসে
…………………………………………………………………………
Aadhare kakhon ese
jwalbe prodip tumi
Pother khonje pother majhei
[Hariye gechi aami]-x2
[Aadhare kakhon ese
jwalbe pradeep tumi]-x2
Pother khonje pother majhei
hariye gechi aami
Ho hariye gechi aami
Aadhare kakhon ase
[Chokher ganga jole dhoya
Amar E mon]-x2
Obhishaper shikol diye
Bandha E jibon
Tomar asar ashay amar
Kate dinojaami o kate dinojaami
Aadhare kakhon ese
[Shukno jhara phuler moto
dhulay mishe gechhi (ho)]-x2
Pujaar thalay tule nebe
taito bose achi
Tomar chonya paroshmoni
[Sonar cheye dami (ho)]-x2
Aadhare kakhon ese
jwalbe prodip tumi
Pather khonje pather majhei
[Hariye gechi aami]-x2
Aadhare kakhon ese

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *