আঁচলের নিচে কি সই || ছবি-খল নায়ক || শিল্পী-অলকা ইয়াগনিক ও ইলা অরুন

আঁচলের নিচে কি সই
ছবি-খল নায়ক
শিল্পী-অলকা ইয়াগনিক,
ইলা অরুন

কু কু কু কু কু কু কু কু
আঁচলের নিচে কি সই,
আঁচলের নিচে।।
শাড়ির ঐ পিছে কি সই,
শাড়ির ঐ পিছে
ও আঁচলের নিচে এই মন
শাড়ির পিছনে যৌবন
আঁচলের নিচে এই মন
শাড়ির পিছনে যৌবন
এই মন যৌবন দেবো
হায় কারে হায় কারে ?
হায় কু কু কু কু কু কু কু কু

আরে প্রেমিক
কয়টা যে তোমার
প্রেমিক কয়টা যে
চায় যে তোমাকে শুধু
চায় যে তোমাকে
ও পাই নে সে প্রেমিক সুজন(উম)
যে আমার মনের মতন(উম)
খুঁজে মরি এই পোড়া
শহরে শহরে হায়।
কু কু কু কু কু কু কু কু

পরেছি সোনার চুড়ি
সোনার এ টিকলি
গয়না তো সয়না আমার
গয়না যে শিকলি
এই চুড়ি খুলে ফেলি(উম)
এই টিকলি খুলে ফেলি(উম)
সাজ আমার সাঁজা হলো
আজরে আজরে হায়।
কু কু কু কু কু কু কু কু

আরে সইকে বাঁচাও গো বাবু
সইকে বাঁচাও গো
বুকেতে নাও গো বাবু
বুকেতে নাও গো
ও প্রেমিকের ছদ্মবেশে(আহা)
নকল প্রেমিক যে আসে(উহু)
নকল প্রেমেরি ফাঁসে
যাই মরে যাই মরে হায়
কু কু কু কু কু কু কু কু

হায় মা বাপকে যায়না বলা
বিয়ের কথা যে
কোথায় আমার কি জ্বালা
কোথায় ব্যথা যে
কুমারী থাকবো কদিন
আইবুড়ো থাকবো কদিন
জ্বলে যাই যৌবন বিছার
কামড়ে কামড়ে
ও ছুকড়ি
কু কু কু কু কু কু কু কু

আরে পুরুষ চাই কেমন তোমার
পুরুষ চাই কেমন
খোঁজ করে এনে দেবো
চাও তুমি যেমন
ও হলে সুন্দরি নারী(আহা)
চাই সুন্দর পুরুষ তারি(ওহ)
না হলে জুড়ি কি আর
জমেরে জমেরে(উহু)
কু কু কু কু কু কু কু কু

ও কাজল হবে সে চোখে
আলতা এ পায়ে
বাতাস হয়ে সে বাতাস
করবে এ গায়ে
দুবেলা করবে সেলাম(উহু)
থাকবে হয়ে সে গোলাম(উহু)
হোক না সে কোনো রাজা
বাদশা বাদশা
(এই যা !)কু কু কু কু কু কু কু কু

অল্প বয়সী আমি ফোঁটা এক কলি
এই রুপ যে অনেক দামী
তাই তোমায় বলি
এসো গো স্বপ্নের রাজা(উহু)
নাও হাতে ফুলটা তাজা(উহু)
খোলা আছে এই দরজা
বন্ধুরে বন্ধুরে(আঃ)
কু কু কু কু কু কু কু কু

লায়লা ছাড়া মজনু্র নেই কোন দাম
মজনু ছাড়া লায়লার নেই কোন দাম
জানিনা তোমার কথা(আহা)
শোনো গো আমার কথা(উহু)
অন্তর রাখ গো সখা
অন্তরে অন্তরে
ঐ ছুকড়ি
আঁচলের নিচে কি সই,
আঁচলের নিচে।।
শাড়ির ঐ পিছে কি সই
শাড়ির ঐ পিছে
ও আঁচলের নিচে এই মন
শাড়ির পিছনে যৌবন
আঁচলের নিচে এই মন
শাড়ির পিছনে যৌবন
এই মন যৌবন দেব
হায় কারে হায় কারে(উড়)
আঁচলের নিচে এই মন
শাড়ির পিছনে যৌবন
আঁচলের নিচে এই মন
শাড়ির পিছনে যৌবন
আঁচলের নিচে এই মন
শাড়ির পিছনে যৌবন
আঁচলের নিচে এই মন
শাড়ির পিছনে যৌবন
আঁচলের নিচে এই মন(মন)
শাড়ির পিছনে যৌবন(মন)
আঁচলের নিচে এই মন(মন)
শাড়ির পিছনে যৌবন।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *