অমন চুল খুলে আর নাইতে নেমো না | Omon Chul Khule Aar Naite Nemo Na | Key Lyrics

অমন চুল খুলে আর নাইতে নেমো না

Omon Chul Khule Aar Naite Nemo Na

নজরুল গীতি

শিল্পী: অনুপ জালোটা

[অমন চুল খুলে আর নাইতে নেমো না]-২

তোমার চুলে জড়িয়ে যাবে নদী

এ ঘাটে কেউ আসবে নাকো

অমন কর যদি

অমন চুল খুলে আর নাইতে নেমো না

না অমন চুল খুলে আর নাইতে নেমো না।

[নিজের কথাই ভাবো তুমি

দেখে নিজের ছায়া,

পরের দশা দেখে তোমার 

হয়না কেন মায়া?]-২

[কত ভাল হতো]-২

ভিজে শাড়ি শুকিয়ে যেত যদি

না না না চুল খুলে আর নাইতে নেমো না

না অমন চুল খুলে আর নাইতে নেমো না।

[তোমার মনের রঙে বন্ধু

ভেসে যায় জলে]-২

যার মনে রং লাগে 

সে যায় গো রসাতলে।

তোমার মনের রঙে বন্ধু

ভেসে যায় জলে

যার মনে রং লাগে 

সে যায় গো রসাতলে।

[পায়ে ধরি অমন করে ফিরে চেয়োনা

ঘোমটা মাথার অমন করে সরিয়ে দিওনা]-২

[কত ভাল হতো]-২

দিনের আলো নিভিয়ে দিত যদি

না না না চুল খুলে আর নাইতে নেমো না

না অমন চুল খুলে আর নাইতে নেমো না

তোমার চুলে জড়িয়ে যাবে নদী

এ ঘাটে কেউ আসবে নাকো

অমন কর যদি

অমন চুল খুলে আর নাইতে নেমো না

না অমন চুল খুলে আর নাইতে নেমো না।

নেমো না নেমো না চুল খুলে আর নাইতে নেমো না।

Check Also

এলো এলোরে বৈশাখী ঝড় Lyrics | Elo Elore Boishkhi Jhor Lyrics

এলো এলোরে বৈশাখী ঝড় Lyrics Elo Elore Boishkhi Jhor Lyrics নজরুলের বৈশাখী গান ০২   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *