অবোধ মন তোরে আর কী বলি – Lalon Geeti – Abodh mon tore ar ki boli

 

অবোধ মন তোরে আর কী বলি।

পেয়ে ধন সে ধন সব হারালি।।

মহাজনের ধন এনে, ছিটালি রে উলুবনে।

কী হবে নিকাশের দিনে

সে ভাবনা কই ভাবলি।।

সই করিয়ে পুঁজি তখন

আনলি রে তিন রতি এক মণ।

ব্যাপার করা যেমন তেমন

আসলে খাদ মিশালি।।

করলি ভালো বেচাকেনা

চিনলি না মন রাং কি সোনা।

লালন বলে মন রসনা

কেন সাধুর হাটে এলি।।


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *