অবোধ মন তোরে আর কী বলি – Lalon Geeti – Abodh mon tore ar ki boli Table of Contents Toggle অবোধ মন তোরে আর কী বলি।পেয়ে ধন সে ধন সব হারালি।।মহাজনের ধন এনে, ছিটালি রে উলুবনে।কী হবে নিকাশের দিনেসে ভাবনা কই ভাবলি।।সই করিয়ে পুঁজি তখনআনলি রে তিন রতি এক মণ।ব্যাপার করা যেমন তেমনআসলে খাদ মিশালি।।করলি ভালো বেচাকেনাচিনলি না মন রাং কি সোনা।লালন বলে মন রসনাকেন সাধুর হাটে এলি।। অবোধ মন তোরে আর কী বলি। পেয়ে ধন সে ধন সব হারালি।। মহাজনের ধন এনে, ছিটালি রে উলুবনে। কী হবে নিকাশের দিনে সে ভাবনা কই ভাবলি।। সই করিয়ে পুঁজি তখন আনলি রে তিন রতি এক মণ। ব্যাপার করা যেমন তেমন আসলে খাদ মিশালি।। করলি ভালো বেচাকেনা চিনলি না মন রাং কি সোনা। লালন বলে মন রসনা কেন সাধুর হাটে এলি।। Related Share on