অবলা কাঁন্দাইবার মনে বাসনা | Obola Kandaibar Mone Basona

অবলা কাঁন্দাইবার মনে বাসনা
Obola Kandaibar Mone Basona

Lyrics and Tune: Radha Raman Datta

পূর্বে তুমার যে ভাব ছিলো রে বন্ধু, 

এখন তো আর দেখি না।

অবলা কাঁন্দাইবার মনে বাসনা।।

বন্ধু তুমার কঠিন পিরিতি, 

আগে আশা দিয়া শেষে ঘটাও দুর্গতি। 

তুমি আমার হইয়া আমায় মারো রে বন্ধু 

এই দুঃখে প্রাণ বাঁচে না।।

বন্ধু তুমি ফুলে ফুলে যাও, 

ফুলের মধু খাও রে বন্ধু উড়িয়া বেড়াও।

পঞ্চফুলের ভ্রমর তুমি রে বন্ধু 

এক ফুলে স্বাদ মিঠে না।।

বন্ধু তুমার কঠিন হৃদয়, 

বুঝি আপন নয়রে বন্ধু জানিলাম নিশ্চয়।

রাধা রমনে কয় অন্তিমকালে রে বন্ধু 

চরণ ছাড়া কইরো না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *