অনুরাগের ঘরে মারগা চাবি
Anurager Ghore Marga Chabi
ফকির লালন সাঁই
অনুরাগের ঘরে মারগা চাবি
অনুরাগের ঘরে মারগা চাবি ।
যদি রূপনগরে যাবি ।।
শুধু মন তোমায় বলি
তুই আমারে ডুবাইলি
পরের ধনে লোভ করিলি
সে ধন আর কয় দিন খাবি ।।
নিরঞ্জনে নাম নিরাকার
নাইকো তার আকার সাকার
বিনা বীজে উৎপত্তি তার
দেখলে মানুষ পাগল হবি ।।
সিরাজ সাঁই দরবেশে বলে
গাছ রয়েছে অগাধ জলে
ঢেউ খেলিছে ফুলে ফলে
লালন বাঞ্ছা করলে দেখতে পাবি ।।