অটল অমুল্য নিধি সে অনাসে পায়
Atal Amulya Nidhi Se Anase Pay
যে জন পদ্মহেম সরোবরে যায়।
অটল অমুল্য নিধি সে অনাসে পায়।।
অপরূপ সেই নদীর পানি
জন্মে তাহে মুক্তামণি
বলবো কী তার গুণবাখানি, স্পর্শে পরশ হয়।।
পলক ভরে পড়ে চড়া,
পলকে হয় তরকা ধরা,
সে ঘাট বেধে মৎস ধরা, সামান্যের কাজ নয়।।
বিনে হাওয়ায় মৌজা খেলে,
ত্রিখণ্ড হয় তৃণ পলে,
তাহে ডুবে রত্ন তোলে, রসিক মহাশয়।।
গুরু যার কাণ্ডারি হয়রে,
অঠাঁইয়ে ঠাঁই দিতে পারে,
লালন বলে সাধন জোরে, শমন এড়ায়।।