অঙ্গে মাখো মাখোরে, এই না ব্রজের ধুলা | Onge Makho Makhore, Ei Na Brojer Dhula | Key Lyrics

অঙ্গে মাখো মাখোরে, এই না ব্রজের ধুলা

Onge Makho Makhore, Ei Na Brojer Dhula

Key Lyrics

 

 

অঙ্গে মাখো মাখোরে, এই না ব্রজের ধুলা

 

অঙ্গে মাখো মাখোরে,

এই না ব্রজের ধুলা।

ওরে ধুলা নয়রে ধুলা নয়রে,

গোপি পদ্মরেণু।

সেই ধুলা বাঞ্চাকরে,

ব্রজের রাইকানু।

অঙ্গে মাখো মাখোরে,

এই না ব্রজের ধুলা।

ওরে সংকীর্তনের ধুলা যদি,

পরে গঙ্গার জলে।

গঙ্গা ও মুক্ত হয়,

ভাগবদ বলে।

অঙ্গে মাখো মাখো হে,

এই না ব্রজের ধুলা।

ওরে সংকীর্তনের ধুলা যদি,

অঙ্গে মাখা যায়।

কটি জন্মের পাপ ছারিয়া,

স্বর্গে চলে যায়।

অঙ্গে মাখো মাখো রে,

এই না ব্রজের ধুলা।

ওরে সংকীর্তনের ধুলা যদি,

লাগে পাপির গায়।

সেই পাপ নেচে নেচে,

বৈকুণ্ঠেতে যায়।

অঙ্গে মাখো মাখো রে,

এই না ব্রজের ধুলা।

ওরে সংকীর্তনের ধুলা নিয়ে,

যে বা পথে যায়।

জলের কুমির বনের বাঘ,

ভয়েতে পালায়।

অঙ্গে মাখো মাখো রে,

এই না ব্রজের ধুলা।

ওরে সংকীর্তনের ধুলা রে ভাই,

যে বা করে হেলা।

সর্ব্ব অঙ্গ নষ্ট হয়,

চক্ষু হয় তার কানা।

অঙ্গে মাখো মাখো রে,

এই না ব্রজের ধুলা।

ওরে শ্রীদাম নাচে সুদাম নাচে,

নাচিতে লাগিলো।

মা যশোদা নেচে নেচে,

কৃষ্ণ কোলে নিলো।

অঙ্গে মাখো মাখো রে,

এই না ব্রজের ধুলা।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *