অঙ্গে অঙ্গে থাকিবো মিশিয়া
Ange Ange Thakibo Mishiya
ছায়াছবি: জবাবদিহি
শিল্পী: কুমার শানু ও
মিতালী মুখার্জী
Ange Ange Thakibo Mishiya
ছায়াছবি: জবাবদিহি
শিল্পী: কুমার শানু ও
মিতালী মুখার্জী
ও অঙ্গে অঙ্গে থাকিবো মিশিয়া
বুকেরও গহীনে থাকিবো বসিয়া,
তোমারে ভালবাসিয়া রে বন্ধু
তোমারে ভালবাসিয়া ;
বারে বারে মরনে মরিয়া
জনমে জনমে আসিব ফিরিয়া
শুধু তোমারে লাগিয়া রে বন্ধু
শুধু তোমারে লাগিয়া।
তোমাকে আমি দেখেছি যখন
স্বর্গ দেখার নাই প্রয়োজন।
কি যাদু জানি তোমারি নজর
কাড়িয়া নিল আমার এ অন্তর।
শ্যামের বাঁশি রাধার হাসি
গেল যেন মিলিয়া রে বন্ধু
গেল যেন মিলিয়া।
বারে বারে মরনে মরিয়া
জনমে জনমে আসিব ফিরিয়া
শুধু তোমারে লাগিয়া রে বন্ধু
শুধু তোমারে লাগিয়া।
না মানি শাসন না মানি বারণ
প্রেমেতে পড়েছে আমার এ মন।
ও প্রান বন্ধু তোমারি কারন
ঢালিয়া দেবো আমার এ জীবন।
কি সুতা দিয়া এ দুটি হিয়া।।
বেধে রাখে বান্দিয়া রে বন্ধু
বেধে রাখে বান্দিয়া।
ও অঙ্গে অঙ্গে থাকিবো মিশিয়া
বুকেরও গহীনে থাকিবো বসিয়া
তোমারে ভালবাসিয়া রে বন্ধু
তোমারে ভালবাসিয়া ;
বারে বারে মরনে মরিয়া
জনমে জনমে আসিব ফিরিয়া
শুধু তোমারে লাগিয়া রে বন্ধু
শুধু তোমারে লাগিয়া।
ও ও তোমারে ভালবাসিয়া রে বন্ধু
তোমারে ভালবাসিয়া।