অকারণে তুলসির মূলে জল ঢালিলাম
Okarone Tulshir Mule Jol Dhalilam
কথা ও সুর: কালা মিয়া
কণ্ঠ: রিজিয়া পারভীন
অকারণে তুলসির মূলে জল ঢালিলাম
[অকারণে তুলসির মূলে জল ঢালিলাম
তার দেখা না পাইলাম,শুধু ভালবাসিলাম
তার দেখা না পাইলাম,শুধু ভালবাসিলাম]-২
[আগে যদি জানতাম আমি
প্রেম শিখাইয়া যাইবা তুমি]-২
[(আমি) না বুঝিয়া নতুন যৌবন]-২
তারে সঁপিলাম
[তার দেখা না পাইলাম,শুধু ভালোবাসিলাম]-২
[প্রেম করা নয় প্রাণে মরা
জাতি সাপের লেজে ধরা]-২
[(আমি) না বুঝিয়া লোক সমাজে]-২
দোষী হইলাম
[তার দেখা না পাইলাম,শুধু ভালোবাসিলাম]-২
[কালা মিয়া হইলো সারা
প্রাণ বন্দের পিরিতের মরা]-২
[(আমি) না জানিয়া বন্ধুর সনে]-২
পিরিত বাড়াইলাম
[তার দেখা না পাইলাম,শুধু ভালোবাসিলাম]-২
[অকারণে তুলসির মূলে জল ঢালিলাম
তার দেখা না পাইলাম,শুধু ভালবাসিলাম
তার দেখা না পাইলাম,শুধু ভালবাসিলাম]-২
Okarone Tulshir Mule Jol Dhalilam
জল ঢালিলাম তার দেখা না পাইলাম,
শুধু ভালোবাসিলাম
আগে যদি জানতাম আমি,
প্রেম শিখাইয়া যায়বা তুমি।।
প্রেম করা নয় প্রানে মরা,
জাতি সাপের লেজে ধরা।।
কালা মিয়া হইলো সারা,
প্রান বন্ধুর পিরিতি মরা।।
আমি না জানিয়া, বুন্ধুর সানে পিরিত বাড়াইলাম।