রসিক দিলকা জ্বালা (পাঞ্জাবিওয়ালা) | Rashik Dilka Jwala (Panjabiwala) | Lyrics

রসিক দিলকা জ্বালা (পাঞ্জাবিওয়ালা)
Rashik Dilka Jwala (Panjabiwala)
গীতিকার: আব্দুল গফুর হালী
শিল্পী: শিরিন জাওয়াদ/ডলি সায়ন্তনী

রসিক দিলকা জ্বালা (পাঞ্জাবিওয়ালা)

রসিক দিলকা জ্বালা
ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।।
বাবরি কাটা তার চুলের বাহার,
মুচকি হাসি,হাসি মুখটা যে তার।।
বাবরি চুলওয়ালা
ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।
রসিক দিলকা জ্বালা
ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।
বন্ধু যদি আমার ভ্রমর হইতো,
মনেরই বাগানে সে যে মধু খাইত।।
এতো প্রেমের খেলা
ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।
রসিক দিলকা জ্বালা
ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।
মাইনষে বলে তারে কালা রে কালা,
আমারি কাছে লাগে কত যে ভালা।।
কালা গলার মালা
ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।
রসিক দিলকা জ্বালা
ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।

 

Rashik Dilka Jwala (Panjabiwala)

Check Also

যদি মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা Lyrics | Jodi Mon Bhanga Ar Mosjid Bhanga Lyrics | Syed Omy

যদি মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা Lyrics Jodi Mon Bhanga Ar Mosjid Bhanga Lyrics Syed …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *