যে আমারে ব্যথা দিয়েছে | Je Amare Byatha Diyeche | আশিক

শিরোনামঃ যে আমারে ব্যথা দিয়েছে
Je Amare Byatha Diyeche
শিল্পীঃ আশিক
সুরকারঃ এছাক সরকার
গীতিকারঃ এছাক সরকার
Singer: Sarowar Shuvo Lyrics & Tune: Ishak Sarkar Music: Ankur Mahamud
সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়েছে
তারে দোষীনা আমার কপালে আছে,,
যে আমারে ব্যথা দিয়েছে
তারে দোষীনা আমার কপালে আছে।।
যেদিন আমার ভাগ্যের লিখন বিধি লিখেছে
সেদিন বুঝি সুখ ছিলোনা বিধির কাছে,,
সুখ থাকিতে এত দুঃখ কেনো দিয়েছে
তারে দোষীনা আমার কপালে আছে।।
হই নাই আমি মনের মত বন্ধুয়ার কাছে
মনের মত হইলে বন্ধু রাখতো পাশে,,
আমি ছাড়া আরো বন্ধু কে জানি আছে
তারে দোষীনা আমার কপালে আছে।।
এছাক সরকার বলছেরে দুঃখ মনিরের কাছে
আমি মরলে রাইখোরে তোমার চরণ পাশে,,
এছাক সরকার হবে ধন্য সকলের কাছে
তারে দোষীনা আমার কপালে আছে ।
যে আমারে ব্যথা দিয়েছে
তারে দোষীনা আমার কপালে আছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *