মায়ের কান্দন যাবজ্জীবন | Mayer Kandan Jabotjibon | Key Lyrics

মায়ের কান্দন যাবজ্জীবন
Mayer Kandan Jabotjibon
গীতিকার: শাহ আলম সরকার
শিল্পী: মমতাজ
গর্ভধারিণী মা,জনম দুঃখিনী মা
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা।
মাগো গর্ভধারিণী মাগো,জনম দুঃখিনী মা
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা।
মায়ের কান্দন,যাবত জীবন ও
দুই-চার মাস বোনের কান্দন রে
ওরে ঘরের পরিবারের কান্দন
কয়েকদিন পর থাকেনা।
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা মাগো
গর্ভধারিণী মা,জনম দুঃখিনী মা
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা।
দশমাস দশদিন মায়ে গর্ভে দিছে ঠাঁই,
রক্ত মাংস খাইয়া মায়ের,ভবে আইলাম ভাই।
ভূমিষ্ঠ হইয়া আমি,উঠিলাম কান্দিয়া
শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া।
[মায়েরও প্রসবের কালে,
বুক ভেসে যায় নয়ন জলেরে]-২
ও মা সন্তানেরে লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা।
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা মাগো
গর্ভধারিণী মা,জনম দুঃখিনী মা।
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা।
হাতে পায়ে তেল মাইখা মায়,দিলো শক্ত করি
প্রসাব-পায়খানা আমি মায়ের কোলে করি।
তবু না মা রাগ হইলো,ভিজল গুয়ে-মুতে।
আমারে শুকনায় রাখিয়া মায় থাকলো ভিজাতে।
[অসুখ হলে দেখি চাইয়া,
আমার মায় রইছে বিছানায় বইয়া রে]-২
বলে আমায় আল্লাহ যাও গো লইয়া
সন্তানেরে নিওনা।
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা মাগো
গর্ভধারিণী মা,জনম দুঃখিনী মা।
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা।
বিদেশে বিপাকে গো যার সন্তান মারা যায়
দেশের লোকে না জানিতেই আগে জানে মায়।
লজ্জাবতী গাছের পাতা টোকা দিলেই মরে
সন্তানহারা মার কলিজা ছটফট ছটফট করে।
শুকনা ডালে বসে যদি কাক কখনো ডাকে
কুলাতে ধান লইয়া মায়ে সন্তানের সুখ দেখে।
বলে খাইয়া যারে দারুণ কাক উদর ভরিয়া
আমার সন্তান আছে ভালো খবর দে আনিয়া।
আবার অন্ধ,আঁতুড়,ল্যাংড়া,খোঁড়া হইলে কারো ছেলে
ধূলা ঝাইড়া মায়ে তবু টান দিয়া লয় কোলে।
কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে
হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে।
কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে রে ভাই
হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে।
[শাহ আলম ভেবে বলে,
জান্নাত মায়ের চরণ তলে রে]-২
তোরা দেখ বোখারী হাদিস খুলে
করছে নবী ঘোষণা।
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা মাগো
গর্ভধারিণী মা,জনম দুঃখিনী মা
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা।
মায়ের কান্দন,যাবত জীবন ও
দুই-চার মাস বোনের কান্দন রে
ওরে ঘরের পরিবারের কান্দন
কয়েকদিন পর থাকেনা।
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা মাগো
গর্ভধারিণী মা,জনম দুঃখিনী মা
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা মাগো
গর্ভধারিণী মা,জনম দুঃখিনী মা
দুঃখের দরদী আমার জনম দুঃখী মা।

Check Also

বধূবেশে কন্যা যখন এলোরে – লিরিক্স | Badhu Beshe Kanya Jakhon Elo Re – Lyrics

বধূ বেশে কন্যা যখন এলোরেBadhu Beshe Kanya Jakhon Elo Reছায়াছবি: হৃদয়ের বন্ধনকথা: কবীর বকুলসংগীত: শওকত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *