বড়ই পাতা গরম জলে | Boroy Patar Gorom Jole

বড়ই পাতা গরম জলে
Boroy Patar Gorom Jole
গান রচক unknown
বড়ই পাতা গরম জলে
শুয়াইয়া মঁসারির তলে ।
বড়ই পাতা গরম জলে…
শুয়াইয়া মঁসারির তলে ।
আতর গোলাপ, চন্দন মেখে দে
সজনী তোরা..
সাজিয়ে গুজাইয়া,দে মোরে।।
মাটির একখান ঘর বানাইয়া,
সাড়ে তিন হাত জায়গা কইরা।
কোলা পাতার চাওনি দিয়া দে..
সজনী তোরা..
কোলা পাতার চাওনি দিয়া দে..
সজনী তোরা..
সাজিয়ে গুজাইয়া,দে মোরে।।
যত দেখি জামা কাপড়,
কিছু ভালো লাগেনা মোর।
সাদা পোষণ আমায় এনে দে,
সজনী তোরা..
সাধা পোষণ আমায় এনে দে,
সজনী তোরা..
সাজিয়ে গুজাইয়া,দে মোরে।।
যত দেখি আত্মীয় স্বজন,
সবাই মিলে করবে কান্ধন।
চার কলিম আমায় সুনাই দে,
সজনী তোরা..
চার কলিম আমায় সুনাই দে,
সজনী তোরা..
সাজিয়ে গুজাইয়া,দে মোরে।।

বড়ই পাতা গরম জলে | Boroy Patar Gorom Jole

Check Also

a logo for keylyrics.com

Boudi Khela Hobe Lyrics | বৌদি খেলা হবে Lyrics | Keshab Dey

Boudi Khela Hobe Lyrics | বৌদি খেলা হবে Lyrics | Keshab Dey Song – Boudi …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *