তুমি ছাড়া কোনো কিছু বুঝি না আমি | Tumi Chara Kono Kichu Bujhi Na Ami | কি যে যাতনা | Ki Je Jatona

তুমি ছাড়া কোনো কিছু বুঝি না আমি
Tumi Chara Kono Kichu Bujhi Na Ami
শিরোনামঃ কি যে যাতনা
Ki Je Jatona
শিল্পীঃ হৃদয় খান
অ্যালবামঃ ভালো লাগে না
সুরকারঃ হৃদয় খান
গীতিকারঃ রবিউল ইসলাম জীবন
তুমি ছাড়া কোনো কিছু বুঝি না আমি,
দিশে হারা লাগে ভূবন সবি পাগলামী।
কেনো মন এভাবে ভেঙ্গে যায়,
যেনো দূর আধারে পথ হারাবার
কিভাবে বলো পাবো আমি সেই তোমায়,
কি যে যাতনা তুমি জানো না,
অভিমান ভেঙ্গে ফিরে আসো না।।
কি করে যাই ভুলে বল না তোমায়,
স্বপ্নে ছুয়ে আছো একনো আমায়,,
কেনো মন এভাবে ভেঙ্গে যায়
যেনো দূর আধারে পথ হারায়
কিভাবে বলো পাবো আমি সেই তোমায়,
কি যে যাতনা তুমি জানো না
অভিমান ভেঙ্গে ফিরে আসো না।।
জানি না সেই তোমায় পাবো কি ফিরে,
ছায়া হয়ে পাশে থাকি যে ঘিরে।
কেনো মন এভাবে ভেঙ্গে যায়
যেনো দূর আধারে পথ হারায়,
কিভাবে বলো পাবো আমি সেই তোমায়,
কি যে যাতনা তুমি জানো না
অভিমান ভেঙ্গে ফিরে আসো না ।।
তুমিছাড়া কোনো কিছু বুঝিনা আমি, শিরোনামঃ কি যে যাতনা

Check Also

বল না তুই বল না | Bol Na Tui Bol Na | হৃদয় খান

শিরোনাম: বল না তুই বল না Bol Na Tui Bol Na শিল্পী: হৃদয় খান অ্যালবাম: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *