কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া | Kalay Pranti Nilo Bashiti Bajaya | Radharaman Dutta

কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
Kalay Pranti Nilo Bashiti Bajaya
Radharaman Dutta
গীতিকার-রাধারমন দত্ত
কালায় প্রাণটি নিল
বাঁশিটি বাজাইয়া(২)
আমারে যে থৈয়া গেল
উদাসী বানাইয়া(রে)
কালায় প্রানটি নিল
বাঁশিটি বাজাইয়া
কে বাজাইয়া যাওরে বাঁশি
রাজপথ দিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম
কুলমান ছেদিয়া(রে)
কালায় প্রাণটি নিল
বাঁশিটি বাজাইয়া
অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি
মধ্যে মধ্যে ছেদা
নাম ধরিয়া ডাকে বাঁশি
কলঙ্কিনী রাধা(রে)
কালায় প্রাণটি নিল
বাঁশিটি বাজাইয়া
বাঁশিটি বাজাইয়া বন্ধে
থৈল কদমতলে
লিলুয়া বাতাসে বাঁশি
রাধা রাধা বলে(রে)
কালায় প্রাণটি নিল
বাঁশিটি বাজাইয়া
ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
নিভিয়াছিল মনের আগুন
কে দিল জ্বালাইয়া(রে)
কালায় প্রাণটি নিল
বাঁশিটি বাজাইয়া(২)
আমার যে থৈয়া গেল
উদাসী বানাইয়া(রে)
কালায় প্রাণটি নিল
বাঁশিটি বাজাইয়া(২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *