Kache Eso Jodi Bolo Lyrics
কাছে এসো যদি বলো Lyrics
গাজী মাজহারুল আনোয়ার
সত্য সাহা
Kache Eso Jodi Bolo Lyrics
কাছে এসো যদি বলো
তবে দূরেই কেন থাকো।
ভালো লাগে যদি বলো
তবে তোমার পাশেই রাখো।
আমি থাকব নাকি চলেই যাব
তুমি নতুন করে ভেবে দেখ।।
ওই যে দিগন্তে ছাড়িয়ে সীমানা
হংস মিথুন যেথা মেলেছে ডানা।
সেথা নিরজনে রব আনমনে।
সেথা আমি নিরজনে রব একা আনমনে।
ক্ষতি নেই পাশে যদি নাই বা থাক।।
ছিলেনা যখন তুমি আমারই হয়ে
সময় আমার কি গো যায়নি বয়ে।
আমি যে তোমারই সেকি গো বোঝোনা
মিথ্যে অভিমানে চলে যেওনা।
যুগ যুগ ধরে এই অন্তরে।
কত যুগ যুগ ধরে আছ গো এই অন্তরে।
আমার ছিলে তুমি আমারই থেকো।।
না না থাকব না আর আমি চলেই যাব
তুমি একা একা বসে বলো।
কাছে এসো যদি বলি
তবে দূরেই কেন রাখো
ভালো লাগে যদি বলি
তবে তোমার পাশেই রেখো।
আমি থাকব ওগো চিরতরে
তোমার ছিলাম আমি তোমারই রব।।
গানের কথাঃ কাছে এসো যদি বলো,তবে দূরেই কেন থাকো..?
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,
সুরকারঃ সত্য সাহা,
মূলশিল্পীঃ খন্দকার ফারুক আহমেদ ও কবরী,
চলচ্চিত্রঃ আবির্ভাব (১২/০৪/১৯৬৮ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/কবরী/আজিম/শরমিলী আহমেদ প্রমুখ,
পরিচালকঃ সুভাষ দত্ত।
————-
রাজ্জাকঃ>কাছে এসো,যদি বলো,তবে দূরেই কেন থাকো?
ভালো লাগে,যদি বলো,তবে তোমার পাশে রাখো,
আমি থাকবো,নাকি চলে যাবো? তুমি নতুন করে ভেবে দেখো,
কাছে এসো,যদি বলো,তবে দূরেই কেন থাকো?
ভালো লাগে,যদি বলো,তবে তোমার পাশে রাখো,
আমি থাকবো,নাকি চলে যাবো? তুমি নতুন করে ভেবে দেখো,
Music
কবরীঃ>কোথায় যাবে শুনি?
Short Music
রাজ্জাকঃ>ঐ যে দিগন্তে ছাড়িয়ে সীমানা,হংসমিথুন যেথা মেলেছে ডানা,
Short Music
রাজ্জাকঃ>ঐ যে দিগন্তে ছাড়িয়ে সীমানা,হংসমিথুন যেথা মেলেছে ডানা,
সেথা নির্জনে,রবো আনমনে,সেথা আমি নিরোজনে,রবো একা আনমনে,
ক্ষতি নেই সাথে যদি নাই বা থাকো!
কবরীঃ>পারবে আমাকে ছেড়ে থাকতে?
রাজ্জাকঃ>হুম..খুব পারবো,
ছিলে না যখন তুমি আমারই হয়ে,সময় আমার কি গো যায়নি বয়ে?
Mood Time
ছিলে না যখন তুমি আমারই হয়ে,সময় আমার কি গো যায়নি বয়ে?
কবরীঃ>বেশ,তাহলে আমি চিলে যাচ্ছি,
Music
রাজ্জাকঃ>আমি যে তোমারই,সে কি গো বুঝো না?
মিথ্যে অভিমানে চলে যেও না…
Short Music
আমি যে তোমারই,সে কি গো বুঝো না?
মিথ্যে অভিমানে চলে যেও না…
যুগ যুগ ধরে,এই অন্তরে,কতো যুগ যুগ ধরে,আছো গো এই অন্তরে…
আমার ছিলে তুমি আমারই থেকো,
কবরীঃ>না না থাকবো না,আমি চলেই যাবো,তুমি একা বসে বসে ভাবো!
রাজ্জাকঃ>কাছে এসো যদি বলি,
কবরীঃ>তবে দূরেই কেন রাখো?
রাজ্জাকঃ>ভালো লাগে যদি বলি,
কবরীঃ>তবে তোমার পাশে রেখো,
রাজ্জাকঃ>আমি থাকবো,ওগো চিরতরে,তোমারই ছিলাম আমি তোমারই রবো!
রাজ্জাকঃ>+কবরীঃ>কাছে এসো,যদি বলো,তবে দূরেই কেন থাকো?
ভালো লাগে,যদি বলো,তবে তোমার পাশে রেখো,
আমি থাকবো,ওগো চিরতরে,তোমারই ছিলাম আমি তোমারই রবো!
আমি থাকবো,ওগো চিরতরে,তোমারই ছিলাম আমি তোমারই রবো!
আমি থাকবো,ওগো চিরতরে,তোমারই ছিলাম……!
——
আপলোডঃ মইনুল জীবন।