Joy Kali Lyrics
জয় কালী Lyrics
Music Director – Rathijit Bhattacharjee
Lyrics – Sugata Guha
Singers – Ishan Mitra, Shreya Bhattacharjee, Rathijit Bhattacharjee
Designed and programmed by – Rathijit Bhattacharjee
Audio Mixed at Sunshine Studio (Mumbai) – Suraj Nag
Mastered by – Shiladittiya Sarkar at Sound Symphony Studios, Mumbai
Ethnic Winds – Nirmalya Huntoo Dey
Ethnic percussions – Dipesh Varma
Guitar, oud – Jakiruddin Khan
Back vocals – Ankit Malakar, Soumyabrata banerjee , Suman Das , Ayan Dhar, Sohan Bhattacharjee , Ritwik Paul, Mahul Nath
জয় কালী Lyrics
জয় কালী জয় কালী
জয় মা কালী,
জয় কালী জয় কালী
জয় মা কালী।
নিয়ে আগুন সাথে
দাঁড়া তুই খাঁড়া হাতে,
বিপদতারিণী আমাদের।
নাম নিয়ে জয় কালী
ভয়কে উড়িয়ে দে,
হাতিয়ার তোল রে হাতে।
হারে রেরে হারে রেরে
আমাদের ধরবি কে রে,
ডাকাতি হবে যে রে
শয়তান তোর ঘরে।
হারে রেরে হারে রেরে
আমাদের ধরবি কে রে,
ডাকাতি হবে যে রে
শয়তান তোর ঘরে।
বল তারা ও..
তোল খাঁড়া ও..
বাজা রঘু রাজা এলো রে
সামাল দে,
বাজা রঘু রাজা এলো রে
সামাল দে,
বাজা রঘু রাজা এলো রে
সামাল দে,
বাজা রঘু রাজা এলো রে
সামাল দে।
রঘু রঘু রঘু রঘু রঘু
রঘু রঘু রঘু ডাকাত,
রঘু রঘু রঘু রঘু রঘু
রঘু রঘু রঘু ডাকাত।
ব্যোমকালী তোর নামে
রক্ত দিব মা,
জয় মা কালী, জয় মা কালী
জয় মা কালী মা।
ব্যোমকালী তোর নামে
রক্ত দিব মা,
জয় মা কালী, জয় মা কালী
জয় মা কালী মা।
মায়ের দয়া ওই
আকাশে বাতাসে,
নাম তার ঘুচে দেয়
সব ভয় নিমেষে।
মায়ের দয়া ওই
আকাশে বাতাসে,
নাম তার ঘুচে দেয়
সব ভয় নিমেষে।
মানুষের ডাক শুনে রে
আয় আজ আসবি কে রে,
মায়েরই শপথ নে রে
হুঙ্কারে হুঙ্কারে,
হারে রেরে হারে রেরে রে
হারে রেরেরেরে..
নিয়ে আগুন সাথে
দাঁড়া তুই খাঁড়া হাতে,
বিপদতারিণী আমাদের।
নাম নিয়ে জয় কালী
ভয়কে উড়িয়ে দে,
হাতিয়ার তোল রে হাতে।
হারে রেরে হারে রেরে
আমাদের ধরবি কে রে,
ডাকাতি হবে যে রে
শয়তান তোর ঘরে।
হারে রেরে হারে রেরে
আমাদের ধরবি কে রে,
ডাকাতি হবে যে রে
শয়তান তোর ঘরে।
বল তারা ও..
তোল খাঁড়া ও..
বাজা রঘু রাজা এলো রে
সামাল দে,
বাজা রঘু রাজা এলো রে
সামাল দে।
রঘু রঘু রঘু রঘু রঘু
রঘু রঘু রঘু ডাকাত,
রঘু রঘু রঘু রঘু রঘু
রঘু রঘু রঘু ডাকাত।
Joy Kali Lyrics
Joy kali joy kali
Joy maa kali
Niye aagun sathe
Dara tui khanra haate
Bipodtarini amader
Naam niye joy kali
Bhoy ke uriye de
Hatiyar tol re haate
Hare rere hare rere
Amader dhorbi ke re
Dakati hobe je re
Shoytan tor ghore
Bol tara tol khanra
Baja raghu raja elo re
Samal de
Raghu raghu raghu dakat
Bom kali tor naame
Rokto dibo maa
Joy maa kali maa
Maayer doya oi akashe batase
Naam taar ghuche dey
Sob bhoy nimeshe
Manusher daak shune re
Aay aaj ashbi ke re
Mayeri shopoth ne re hunkare
Bol tara tol khanra
Baja raghu raja elo re
Samal de
Raghu raghu raghu dakat

 
						
 
						
 
						
 
						
 
						
