হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ Lyrics
Hayre Kopal Mondo Chokh Thakite Andha Lyrics
হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ Lyrics
হায়রে কপাল মন্দ চোখ
থাকিতে অন্ধ
এই জীবন জ্বইলা পুইড়া
শেষ তো হইল না।।
বানাইল মনিকার
এমনই অলংকার
কোনদিন কারো গলায় শোভা
পাইল না।।
হায়রে হায় গয়না
কেউ তো তারে নেয় না
হায়রে হায় গয়না
কেউ তো তারে নেয় না
মানুষের হাটে সে তো বিক্রি
হইল না।।
হায়রে কপাল মন্দ
চোখ থাকিতে অন্ধ
এ জীবন জ্বইলা পুইড়া
শেষ তো হইলো না।।
আমি ফুল কদমডালে
ফুটেছি বর্ষাকালে
সারাটা জনম গেল চোখেরই
জলে।।
না জানি গোলাপী কতো বড়
পাপী
হায়রে হায় গোলাপী কতো বড়
পাপী
মনের আগুন মনে রইল
আর তো নিভল না।।
হায়রে কপাল মন্দ
চোখ থাকিতে অন্ধ
এ জীবন জ্বইলা পুইড়া
শেষ তো হইলো না।।
হায়রে কপাল মন্দ
চোখ থাকিতে অন্ধ
এ জীবন জ্বইলা পুইড়া
শেষ তো হইলো না।।
Hayre Kopal Mondo Chokh Thakite Andha Lyrics
৫ সেপ্টেম্বর ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রে আমজাদ হোসেনের লেখা ও আলাউদ্দিন আলীর সূরে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এই জীবন জ্বইলা পুইরা শেষ হইলো না’ গানের দৃশ্যে ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৬ বার বাচসাস পুরস্কার ও আজীবন সম্মাননা প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় নায়িকা ফরিদা আক্তার ববিতা। উল্লেখ্য এই গানটি জামালপুর টু ঢাকা চলন্ত ট্রেনে চিত্রায়িত। ছবিটি ১১টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত হয় এবং প্রশংসিত হয়। মৃণাল সেন ছবিটির ভুয়সী প্রশংসা করেন। আনোয়ারা, ববিতা আর আনোয়ার হোসেনের অভিনয় ছিল চমৎকার। ছবিটি আমি দেখেছিলাম প্রথমে অভিসারে পরে বিটিভিতে। ববিতার অভিনয় আর গান মন ছুয়ে যায়, চোখ ভিজে যায় জলে। ছবি ব্যক্তিগত সংগ্রহ।