Ami Parina Ar Pari Na – আমি পারিনা আর পারি না

Ami Parina Ar Pari Na

আমি পারিনা আর পারি না

Lyric&Tune:Salam Sarkar

Singer:Animes Roy

 

 

Ami Parina Ar Pari Na

 

আমি পারিনা আর পারিনা

 আমি কেনো মরিনা

 আজরাইল কি চিনেনা

আমারে রে।

আমি হয়তো দুইদিন পরে মরবো

আগে মরলে কি ক্ষতি?

এ দুনিয়ার টালবাহানা

 বুঝলাম নারে এক রতি

ঘরের রমণী যেনো

কাল নাগিনী ভুজঙ্গিনী

পিছু ছাড়লোনারে।।

শিশু কালটাই ছিলো ভালো

 থাকতাম মায়ের কোলে

ছিলো না সংসারের জ্বালা

সবই ছিলাম ভুলে

এখন দেখা দিছে যৌবনে

 বাতাস লাগছে ফাগুনে

পুড়ি প্রেম আগুনে

কেউ জানেনা রে।।

পুত্র কন্যা শুভসন্ত

লয়া দিন কাটাই

একটা শাওইনআ আগুনে

আমি পুইড়া হইলাম ছাই,

এইডায় শুনেনা কথা

দেয় মনে ব্যথা

সালামের মায়া মমতা কাজে লাগলো না রে।।

 

আমি পারিনা আর পারিনা
Ami Parina Ar Parina
কথা ও সুর: বাউল সালাম সরকার
কণ্ঠ: বাউল সালাম সরকার

 

আমি পারিনা আর পারি না

[আমি পারিনা আর পারিনা
আমি কেন মরি না?
আজরাইল কি চিনে না,আমারে রে]-২
আমি পারিনা আর পারিনা
আমি কেন মরি না?
[(আমি) হয়তো দুইদিন পরে মরব
আগে মরলে কি ক্ষতি?
এ দুনিয়ার তালবাহানা
বুঝলাম নারে এক রতি!]-২
[(আমার) ঘরের রমণী যেন কালনাগিনী]-২
ভুজঙ্গিনি পিছু ছাড়লো নারে।
আমি পারিনা আর পারিনা
আমি কেন মরি না?
আজরাইল কি চিনেনা,আমারে রে!
আমি পারিনা আর পারিনা!
আমি কেন মরি না?
[(আমার) শিশুকালটাই ছিলো ভালো
থাকতাম মায়ের কোলে
ছিলো না সংসারের জ্বালা
সবই ছিলাম ভুলে]-২
[(এখন) দেখা দিছে যৌবনে
বাতাস লাগছে ফাগুনে]-২
পুড়ি প্রেম আগুনে
কেউ দেখে নারে!
আমি পারিনা আর পারিনা
আমি কেন মরি না!
আজরাইল কি চিনে না,আমারে রে!
আমি পারিনা আর পারিনা!
[পুত্র,কন্যা শুভ সন্ত,লইয়া দিন কাটাই,
(একটা) ছাওয়ানোর আগুনে
আমি পুইড়া হইলাম ছাই]-২
[(এইডায়) শুনে না কথা
দেয় মনে ব্যথা]-২
সালামের মায়া,মমতা
কাজে লাগল না রে!
[আমি পারিনা আর পারিনা
আমি কেন মরিনা!
আজরাইল কি চিনে না,আমারে রে
আমি পারিনা আর পারিনা!]-৩

 

আমি পারিনা আর পারি না Lyrics

আমি পারিনা আর পারিনা,
আমি কেন মরিনা।
আজরাইল কি চেনে না আমারে রে,
আমি পারি না পারিনা।
আমি হয়তো দুই দিন আগে মরব,
আগে মরলে কি ক্ষতি,
এই দুনিয়ার তালবাহান বুঝলাম না রে এক রতি।।
ঘরেরও রমনি যেমন কাল নাগিনী।।
ভুজংগনি পিছু ছাড়েনা রে।
ওরে আমার শিশু কালটাই ছিলো ভালো,
মায়ের থাকতাম মায়ের কোলে,
ছিলো না সংসারের জ্বালা।
সবই ছিলাম ভুলে।।
এখন দেখা দিছে যৌবনে, বাতাশ লাগছে ফাগুনে।।
পুড়ি প্রেম আগুনে মরি কেউ দেখেনা রে।
পুত্র কন্যা শুভ শান্ত নিয়ে দিন কাটাই,
সাউনের আগুনের আমি পুড়ে হলাম ছাই।।
এইডাই শোনে না কথা, দেয় মনে ব্যথা।।
সালামের মায়া মমতা কাজে লাগলো না রে।

Check Also

a logo for keylyrics.com

বঙ্গবন্ধুর জন্য Lyrics | Bangabandhur Jonyo Lyrics

বঙ্গবন্ধুর জন্য Lyrics Bangabandhur Jonyo Lyrics   বঙ্গবন্ধুর জন্য Lyrics বঙ্গবন্ধুর জন্য, জন্ম সোনার বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *