Aari Aari (আড়ি আড়ি ) | Jackpot | Lyrical Video | Koel | Hiraan | Rahul | Shreya G | Jeet

Aari Aari (আড়ি আড়ি )
Singer : Shreya Ghoshal
Music : Jeet Gannguli



বন্ধু তোমার সাথে আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

বড্ড তোমার তাড়াতাড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

বন্ধু তোমার সাথে আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

বড্ড তোমার তাড়াতাড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

তুমি থাকোনা অবেলায়

আমি একা জানালায়

তুমি থাকোনা অবেলায়

আমি একা জানালায়

সন্ধ্যের আগে সূর্যের মতো

পশ্চিমে দাও পাড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি


বন্ধু মানে একটু পাশে থাকা

বন্ধু মানে হাতে হাত রাখা

বন্ধু মানে অবুঝ অভিমানে

তবুও বন্ধু কারণ বন্ধু জানি

বন্ধু মানে এলোমেলো পথ চলা

বন্ধু মানে বলা আর না বলা

বন্ধু মানে একটু বাড়াবাড়ি

তাই তুমি নেই বলেই চোখ ভারি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি


বন্ধু নামের কোন পদবী নেই

বন্ধুর ঠিকানা হাত বাড়ালেই

বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা

বন্ধু মানে ভালোবাসা-মন্দবাসা

বন্ধু পাতায় যেন শিশির জমা

বন্ধু একটা ভুলের ১০০ ক্ষমা

বুকের বাঁ পাশে বন্ধুর বাড়ি

বন্ধু তুমি ফিরে এসো তাড়াতাড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

বন্ধু তোমার সাথে আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

বড্ড তোমার তাড়াতাড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

বন্ধু তোমার সাথে আড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি

বড্ড তোমার তাড়াতাড়ি

আড়ি-আড়ি, আড়ি-আড়ি






Check Also

ছোট্ট ছোট্ট ছোট্ট জামা বেশ ছিল Lyrics | Chotto Chotto Chotto Jama Besh Chilo Lyrics

ছোট্ট ছোট্ট ছোট্ট জামা বেশ ছিল Lyrics Chotto Chotto Chotto Jama Besh Chilo Lyrics   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *