Gajar Nouka Pahar Toli Jay O Mirabai Lyrics | গাজার নৌকা পাহাড়তলী যায় ও মীরাবাই | Key Lyrics

Gajar Nouka Pahar Toli Jay O Mirabai Lyrics
গাজার নৌকা পাহাড়তলী যায় ও মীরাবাই
Artist: Defy
Released: 2020
Album: Gajar Nouka

Gajar Nouka Pahar Toli Jay O Mirabai Lyrics

গাজার নৌকা পাহাড়তলী যায় ও মীরাবাই
গাজার নৌকা পাহাড়তলী যায়।।
গাজা খাবো আটি আটি,
মদ খাবো বাটি বাটি,
ফেন্সি খেলে টাস্কি খেয়ে যাই ও মীরাবাই
গাজার নৌকা পাহাড়তলি যায়।।
আফিম খেলে মাথা ধরে
কোকেনে বুক ধরফর করে
হিরু খেলে টাস্কি খেয়ে যাই ও মীরাবাই
গাজার নৌকা পাহাড়তলি যায়।।
খাবো না আর গাঁজা আমি
যদি পাশে থাকো তুমি
তোমায় পেলে নেশা ভুলে যাই ও মীরাবাই
গাজার নৌকা পাহাড়তলী যায়।।
জানি আসবে না, তুমি আধারে এই কানাকানি
জানি আসবে না, তুমি বাতাসে এই কথা শুনি
তোমায় ভুলে গাজার নৌকা বাই ও মীরাবাই
গাজার নৌকা পাহাড়তলী যায়।।
গাজার নৌকা পাহাড়তলী যায় ও মীরাবাই Gajar Nouka Pahar Toli Jay O Mirabai - Key Lyrics

Gajar Nouka Pahar Toli Jay O Mirabai Lyrics in Bangla

গাঁজার নৌকা পাহাড়তলী যায়, ও মীরাবাঈ
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
গাঁজার নৌকা পাহাড়তলী যায়, ও মীরাবাঈ
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
গাঁজা খাবো আঁটি আঁটি
মদ খাবো বাটি বাটি
গাঁজা খাবো আঁটি আঁটি
মদ খাবো বাটি বাটি
ফেন্সি খেলে, ফেন্সি খেলে
ফেন্সি খেলে টাসকি খেয়ে যাই, ও মীরাবাঈ
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
আফিম খেলে মাথা ধরে
কোকেনে বুক ধড়ফড় করে
আফিম খেলে মাথা ধরে
কোকেনে বুক ধড়ফড় করে
হিরু খেলে, হিরু খেলে
হিরু খেলে টাসকি খেয়ে যাই, ও মীরাবাঈ
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
খাবো না আর গাঁজা আমি
যদি পাশে থাকো তুমি
খাবো না আর গাঁজা আমি
যদি পাশে থাকো তুমি
তোমায় পেলে, তোমায় পেলে
তোমায় পেলে নেশা ভুলে যাই, ও মীরাবাঈ
গাঁজার নৌকা পাহাড়তলী যায়
জানি আসবে না তুমি
আঁধারে এই কানাকানি
জানি আসবে না তুমি
বাতাসে এই কথা শুনি
তোমায় ভুলে, তোমায় ভুলে
তোমায় ভুলে গাঁজার নৌকাই বাই, ও মীরাবাঈ
গাঁজার নৌকা পাহাড়তলী যায়

গাজার নৌকা পাহাড়তলী যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *