মন কেন মুরিদ হইলি না | Mon Keno Murid Hoili Na | বলন বাণী | KeyLyrics

মন কেন মুরিদ হইলি না
Keno Murid Hoili Na
বলন বাণী
মন কেন মুরিদ হইলি না,
আর কয় জনম থাকবি কানা।
যেই শিষ্য জ্ঞানসন্ধানী,
চৈতন্য দেয় গুরুগুণি,
সে গুরুর কারণে শুনি,
লাভ করে অচিনজনা।
যে শিষ্য জ্ঞানপিপাসী,
অচিন চিনে হয় তাপস্বী,
রহে না তার কর্মফাঁসি,
খাঁসা শিষ্য সেজনা।
শিষ্য হোলে মনে প্রাণে,
দয়াল দর্শন হয় জীবনে,
বলন কয় আধ্যাত্মিকজ্ঞানে,
সবার ভাগ্যে হয় না।
মন কেন মুরিদ হইলি না | Mon Keno Murid Hoili Na | বলন বাণী | KeyLyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *