নিঠাঁঁইয়ে বাস করে সাঁই মহাশূন্যের অমরায় | Nithaiye Bas Kore Sain Mohashunyer Amoray | KeyLyrics

নিঠাঁঁইয়ে বাস করে সাঁই মহাশূন্যের অমরায়
Nithaiye Bas Kore Sain Mohashunyer Amoray
বলন বাণী
———————————-
নিঠাঁঁইয়ে বাস করে সাঁই মহাশূন্যের অমরায়,
পাবি না সাঁই গয়া কাশী মক্কা কিম্বা মদিনায়।
কতজন দরশনে গেল,
কেবা তারে দেখতে পেল,
নিঠাঁই ঘর তালা খোল,
দেখ বসে সাঁই নিরালায়।
নিগম ঘরের খুললে তালা,
দেখবি সাঁইয়ের রূপ রঙ্গিলা,
আপন ঘরে অপারলীলা,
করছে সাঁই দয়াময়।
সহস্রবছর বসে থাকবি,
তবে সাঁইয়ের দেখা পাবি,
নইলে মন সব হারাবি,
বলন কাঁইজি ভেবে কয়।
নিঠাঁঁইয়ে বাস করে সাঁই মহাশূন্যের অমরায় | Nithaiye Bas Kore Sain Mohashunyer Amoray | KeyLyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *