নিঠাঁঁইয়ে বাস করে সাঁই মহাশূন্যের অমরায়
Nithaiye Bas Kore Sain Mohashunyer Amoray
বলন বাণী
———————————-
নিঠাঁঁইয়ে বাস করে সাঁই মহাশূন্যের অমরায়,
পাবি না সাঁই গয়া কাশী মক্কা কিম্বা মদিনায়।
কতজন দরশনে গেল,
কেবা তারে দেখতে পেল,
নিঠাঁই ঘর তালা খোল,
দেখ বসে সাঁই নিরালায়।
নিগম ঘরের খুললে তালা,
দেখবি সাঁইয়ের রূপ রঙ্গিলা,
আপন ঘরে অপারলীলা,
করছে সাঁই দয়াময়।