তুমি জান না রে প্রিয় | Tumi Jano Na Re Prio | Bijoy Sarkar

তুমি জান না রে প্রিয়
Tumi Jano Na Re Prio
Bijoy Sarkar
বিজয় সরকার
তুমি জান না— তুমি জান না রে প্রিয়,
তুমি মোর জীবনের সাধনা।
তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি,
তুমি বন্ধু আমার মন মানো না।।
সেদিন ফাল্গুনী দোল পূর্ণিমায়, মৃদুল মিঠাম বায়
ফুল বনে পুলকের আলপনা—
সেই মধুর মাধবী রাতে, বধুয়া তোমারি সাথে,
আমি করেছিলাম সে যামিনী যাপনা।।
তুমি চলে গেলে আমায় ফেলে, কি আগুন এই বুকে জ্বেলে,
একদিনও দেখিতে তুমি এলে না।
তোমায় পেলে মোর দুঃখের কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে,
বুকের জ্বালা মুখে বলা চলে না।।
কাষ্ঠযোগে দাবানল, জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল
মন পোড়ানো আগুন বন্ধু তাহা না;
যত বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জলে গেলে জ্বলে একি যাতনা।।
আমি ঘুরে জনম জনমে, ক্ষিতি অপ মরুৎ ব্যোমে,
খুঁজে ফিরি তোমারই ঠিকানা।
পাগল বিজয় বলে চিতচোর, আসবে কি জীবনে মোর
বুকে রইল ব্যথা ভরা বাসনা।।
তুমি জান না রে প্রিয়  Tumi Jano Na Re Prio  Bijoy Sarkar

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *