হলে বিপথগামী দয়াল সুপথে চালাইও মোরে | Hole Bipothgami Doyal Supothe Chalaiyo More | আলমগীর হক

হলে বিপথগামী দয়াল সুপথে চালাইও মোরে
Hole Bipothgami Doyal Supothe Chalaiyo More
আলমগীর হক
হলে বিপথগামী দয়াল সুপথে চালাইও মোরে
আমি জেনো আঁধারে না যাই পরে
অন্তরের আঁধারে দিয়ো আলো
আমি দেখি জেনো পথ ভালো
আমার হ্নদয়ের অন্ধকার কালো
দয়াল দিও পরিস্কার করে
দয়াল আড়ালে আর থাইক না
ভালো বাসার ছলে পথ ভূলাইওনা
যদিও পাই ব্যাথা দেখাইও ঠিকানা
যে পথে গেলে পাবো তোমারে
আলমগীর আজ কাঁদিয়ে অবিরল
তোমার জন্য ঝরে চোখের জল
আমায় রাইখো তোমার চরণ তল
যাইওনা বিপদে মোরে ছেড়ে
হলে বিপথগামী দয়াল সুপথে চালাইও মোরে | Hole Bipothgami Doyal Supothe Chalaiyo More | আলমগীর হক

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *