সখিরে কি দিয়ে বুঝাবি আমায়
Sokhire Ki Diye Bujhabi Amay
আলমগীর গীতি।।
মনের মানুষ তত্ত্ব সুধা।।
সখিরে কি দিয়ে বুঝাবি আমায়
মন নিয়েছে মনের মানুষ
দেখাইয়া রূপের ইশারায়।।
সেজে আমার আপনের আপন
প্রেমে পড়ে বুঝেছি এখন
মনের বদলে পেয়েছি মন
মিসেছি তার পবিত্র আত্মায়।।
আমর বিপদের একমাত্র বান্ধব
উদ্ধার করে সকল বিপদ
আসুক যতই বিপদ আপদ
বান্ধব আমার পাসে দাঁড়ায়।।
যাদের ভেবেছিলাম আপন
তারাই হলো আমার দুশমন
কান্দিয়া বলে আলমগীর এখন
বান্ধব কতকাল খুঁজেছি তোমায়।।