আমি বন্ধুর প্রেমাগুণে পোড়া প্রাণ সই গো | Ami Bondhu Premaguna Pora Prano Soi Go | Keylyrics

আমি বন্ধুর প্রেমাগুণে পোড়া প্রাণ সই গো
Ami Bondhu Premaguna Pora Prano Soi Go
রচয়িতা: গুরুজী রমেশ শীল
আমি বন্ধুর প্রেমাগুণে পোড়া প্রাণ সই গো
আমি মরলে পোড়াইস না তোরা।।
প্রাণ সই গো সই
আমি মরলে না পুড়িও, যমুনাতে না ভাসাইও
কমল ঘাটে বেঁধে রাখিস তোরা।।
আমার বন্ধু যেদিন আসে দেশে, বলিস তোরা বন্ধুর কাছে
কমল ঘাটে তোমার প্রেমের পোড়া প্রাণ সই গো…
প্রাণ সই গো সই
বন পোড়া যায় সবাই দেখে, মনের আগুণ কেউ না দেখে
দিকে দিকে জ্বলছে একি ধারা।।
জ্বলে পুড়ে হইলাম ছাই আর জ্বলিবার বাকি নাই
পোড়া দেহ কি পুড়াবি তোরা প্রাণ সই গো…
প্রাণ সই গো সই
আমার বন্ধু যেদিন ছেড়ে গেছে, আমায় পোড়া দিয়া গেছে
সে পোড়াতে হয়েছি আঙ্গারা ।।
শোনরে বলি প্রাণের সখি পুড়িবার কি আছে বাকি
পোড়া ছালি কখন যায় পোড়া প্রাণ সই গো…
আমি বন্ধুর প্রেমাগুণে পোড়া প্রাণ সই গো  Ami Bondhu Premaguna Pora Prano Soi Go  Keylyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *