তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও
Tumi Je Kam Batase Uriya Berau
– আবুল সরকার
তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও
ও মন পাখি রে একবার পিছন ফিরে চাও।।
ও পাখিরে…
তোমারে না এত করে বুঝাইয়া কইলাম
দিন থাকিতে লওরে তুমি ঐ মালিকের নাম
তুমি শুধু কাম বাতাসে খাইলারে ডিগবাজি
এমনও মধুরও নামে মন হইলনা রাজি
মহাজনে ষোলআনা দিল পুঁজি ধন
চালান খাইলা হইল দেনা উপায় কী এখন
ভেবেছিলে শোধিবেনা মহাজনের পুঁজি
থাকবে খাইয়া লুকাইয়া আর পাবেনা খুঁজি
আবুলে কয় শাহ্ আলম গেলি বুঝি ফাও-
ও মন পাখিরে একবার পিছন ফিরে চাও।।