ভাব জানি না প্রেম জানি না জানি না ভজন সাধনা
Bhab Jani Na Prem Jani Na Jani Na Bhojon Sadhona
বলন বাণি
গিতিকারঃ বলন কাঁইজি।
ভাব জানি না প্রেম জানি না জানি না ভজন সাধনা
আমি কী ধন থুয়ে কী ধন দেব
দয়াল গো তোমার গুরুদক্ষিণা।
যোগে এক সহস্রবছর
নিঠাঁইয়ে বান্ধ ঘর
মহাশূন্য বাতাসের পর
স্বরূপে দাও নমুনা
পাঁচশবছর পাঞ্জালড়ে
ঘর বান্ধ নিঠাঁইপুরে
দেখা কর চুপিসারে
ত্রিবেণে দাও ঠিকানা।
বলন কাঁইজি কয় পারাপারে
পড়িয়া চুরাশি ফেরে
ঘুরি এ ভবের পরে
স্বরূপসাধন হলো না।