কার কাছে বলিব ব্যথা শোনার মানুষ কোথায় পাব | Kar Kache Bolibo Byatha Shonar Manush Kothay Pabo Lyrics

কার কাছে বলিব ব্যথা শোনার মানুষ কোথায় পাব
Kar Kache Bolibo Byatha Shonar Manush Kothay Pabo
Lyrics
– বাউল রশিদ সরকার ।
কার কাছে বলিব ব্যথা
শোনার মানুষ কোথায় পাব
আমার মন পোড়ানো ব্যথা
আমি কার কাছে বা কব
আমার কইলজ্যা ছিড়া ব্যথা
ব্যথা কার কাছে জানাব ।।
নদীর কাছে কইলেরে দুঃখ
নদীর জল শুকাইয়া যাইব
পাহাড়েরে কইলে ব্যথা
আমার দুঃখে পাহাড় ভাইঙ্গা যাইব
মায়ের কাছে কইলেরে দুঃখ
মায়ের কইলজ্যা ফাইটা যাইব
বাজানের কইলে ব্যাথা
আমার দুঃখে বাবায় মইরা যাইব
অরণ্যে জঙ্গলার মাঝে বইসা
ব্যাথার মালা গাথব
ব্যাথার মালা বক্ষে লইয়া
আমি ভাবি কার গলায় পরাব
বলবো না বলবো না ব্যাথা
আমার ব্যাথা সামলাইয়া রাখিব
ওরে আমার তুলা চান্দরে কইয়া ব্যাথা
সরকার রশিদ বিদায় লইব
কার কাছে বলিব ব্যথা শোনার মানুষ কোথায় পাব | Kar Kache Bolibo Byatha Shonar Manush Kothay Pabo Lyrics

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *