তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে | Tumi Nirmol Koro Mangala Kare Molin Mormo Muchaye

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে
Tumi Nirmol Koro Mangala Kare Molin Mormo Muchaye
Rajanikanta Sen
তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন

মর্ম মুছায়ে ।।

তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর

মোহ-কালিমা ঘুচায়ে।

মলিন মর্ম মুছায়ে ।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন

মর্ম মুছায়ে ।

লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা ছুটিছে

গভীর আঁধারে,

জানি না কখন ডুবে যাবে কোন্

অকুল-গরল-পাথারে!

প্রভু, বিশ্ব-বিপদহন্তা,

তুমি দাঁড়াও, রুধিয়া পন্থা;

তব, শ্রীচরণ তলে নিয়ে এস, মোর

মত্ত-বাসনা গুছায়ে!

মলিন মর্ম মুছায়ে ।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন

মর্ম মুছায়ে ।

আছ, অনল-অনিলে, চিরনভোনীলে,

ভূধরসলিলে, গহনে;

আছ, বিটপীলতায়, জলদের গায়,

শশীতারকায় তপনে।

আমি, নয়নে বসন বাঁধিয়া,

ব’সে, আঁধারে মরিগো কাঁদিয়া;

আমি, দেখি নাই কিছু, বুঝি নাই

কিছু,

দাও হে দেখায়ে বুঝায়ে।

মলিন মর্ম মুছায়ে ।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন

মর্ম মুছায়ে ।

তব, পূণ্য-কিরণ দিয়ে যাক্, মোর

মোহ-কালিমা ঘুচায়ে।

মলিন মর্ম মুছায়ে ।

তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন

মর্ম মুছায়ে ।










Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *