ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময় | Dube Dekh Dekhi Mon Kirup Leelamoy | Lalon Song

ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময়
Dube Dekh Dekhi Mon Kirup Leelamoy
ফকির লালন সাঁই
ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময় ।
যারে আকাশ পাতাল খুঁজি
এই দেহে সে রয় ।।
লামে আলেফ লুকায় যেমন
মানুষে সাঁই আছে তেমন
তা নইলে কি সব নূরীতন
আদম তনে সেজদা জানায় ।।
শুনতে পাই চার কারের আগে
সাঁই আশ্রয় করে ছিলেন রাগে
সে দেশে অটল রূপ ঝেঁপে
মানুষরূপ লীলা জগতে দেখায় ।।
আহাদে আহাম্মদ হল
মানবে সাঁই জন্ম নিল
লালন মহা গোলে প’ল
লীলার অন্ত নাহি পায় ।।
ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময়  Dube Dekh Dekhi Mon Kirup Leelamoy  Lalon Song

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *